বাংলায় জয়েন্ট রাজ্যের ছেলেমেয়েদের কাছে উপহার, প্রতিক্রিয়া ফিরহাদের, দেখুন ভিডিও
- এবার বাংলাতেও জয়েন্ট এন্ট্রান্স দেওয়া যাবে
- কেন্দ্রের সিদ্ধান্তে রাজ্যের ছেলেমেয়েরা উপহার পেল
- প্রতিক্রিয়া কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের
- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি
রাজ্যের ছেলেমেয়েদের কাছে উপহার এল। জয়েন্টে বাংলায় প্রশ্নপত্র করার সিদ্ধান্তে প্রতিক্রিয়া দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাংলায় জয়েন্টের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় অবস্থান বিক্ষোভেও শামিল হয়েছিলেন টিএমসিপি-এর সদস্যরা। আন্দোলনে নেতৃত্বে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেকথাও স্মরণ করিয়ে দেন মেয়র। বলেন,' আমাদের ছাত্র সংগঠন অবস্থান করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন। তাঁদের সকলেই ধন্যবাদ জানাচ্ছি।' এতদিন জয়েন্ট এন্ট্রান্সে প্রশ্নপত্র হত ইংরেজি ও হিন্দিতে। আগামী বছর গুজরাতিতেও প্রশ্নপত্র করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তে সমালোচনা ঝড় ওঠে রাজনৈতিক মহলে। জয়েন্টে বাংলায় প্রশ্নপত্র করার দাবিতে জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ-কে চিঠি পাঠান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি ২০২১ সাল থেকে জয়েন্টে বাংলা-সহ ১১টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।