জল বাঁচাও জীবন বাঁচাও- জল সংরক্ষণে বার্তা মিমি চক্রবর্তীর

জল বাঁচানোর প্রকল্প নিয়ে নয়া পদক্ষেপ

কামালগাজি এলাকায় অনুষ্ঠানে উপস্থিত মিমি চক্রবর্তী

জল সংরক্ষণের বার্তা দিলেন তিনি

জল সঙ্কট নিয়ে সতর্কতা বার্তা সকলের 

/ Updated: Aug 18 2019, 03:00 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জল সঙ্কটের খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে চলতি বছরে। একের পর এক সমীক্ষাকে ঘিরে জল্পনাও তুঙ্গে, জলের সমস্যা ক্রমেই বাড়ছে, আর তা সংরক্ষণ না করলে আরও প্রকট হবে ভবিষ্যতে। শনিবার সোনারপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্যই ছিল জল নিয়ে জনসচেতনতা বাড়িয়ে তোলা। সেই অনুষ্ঠানেই বিশেষ অতিথির আসন গ্রহণ করেছিলেন সাংসদ মিমি চক্রবর্তী।

এদিন অনুষ্ঠানে এসে মিমি সকলের সামনে তুলে ধরেন ভবিষ্যতের ভয়াবহ চিত্র। প্রবল জল সঙ্কটে পড়তে চলেছে আমাদের আগামী প্রজন্ম। তাদের সুরক্ষার খাতিরে আমাদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন। অদূর ভবিষ্যতের সঙ্কট অবস্থার মোকাবিলা করার থেকে ভালো সময় থাকতে খানিকা সতর্ক হওয়া।