কাশ্মীর হত্যাকাণ্ডে ফিরহাদের নিশানায় মোদী
- কাশ্মীর হত্যাকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশানা করলেন তিনি
- কুলগামে নারকীয় হত্যাকাণ্ড নিয়ে মোদীকে চুপ কেন?
- প্রশ্ন রাজ্যের পুরমন্ত্রীর
'কাশ্মীর নিয়ে অনেক লাফালাফি করছেন। বাইরে সাংসদের নিরাপত্তার ব্যবস্থা করছেন। আর বাংলার থেকে যাঁরা পেটের দায়ে কাজ করতে গেল, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা হল না!' কুলগাম হত্যালীলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশানা করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রধানমন্ত্রীকে তাঁর কটাক্ষ, 'সব ব্যাপারেই তো ঊনি ৭২ ইঞ্চি ছাতি দেখান। এখন ৭২ ইঞ্চি ছাতি কোথায় গেল?' কাশ্মীরে মৃত পাঁচ বাঙালি শ্রমিকদের দেহ কলকাতা আনা হবে। কলকাতা থেকে মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেহ নিয়ে মুর্শিদাবাদে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষকৃত্যের সময়ে পুরমন্ত্রীকে মৃতদের পরিবারের পাশে থাকতে বলেছেন।