পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ছাত্রনেতা আনিস খান রহস্য মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ। পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল রোখার চেষ্টা। রাস্তায় শুয়ে চলতে থাকে বিক্ষোভ। মৌলালিতে ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিল।
 

/ Updated: Feb 22 2022, 05:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আনিস খান খুনের ঘটনায় উত্তপ্ত এখন গোটা বাংলা। এই ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতিও। ছাত্রনেতা আনিস খান রহস্য মৃত্যুর প্রতিবাদে দফায় দফায় চলছে বিক্ষোভ। মঙ্গলবার আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ছিল মহাকরণ অভিযান। পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল রোখার চেষ্টা। রাস্তায় শুয়ে চলতে থাকে বিক্ষোভ। মৌলালিতে ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিল। প্রসঙ্গত, আনিস খানের মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁর মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন একাধিক রাজনৈতিক দল। অনেকেই তাঁকে নিজেদের দলের সদস্য বলেও দাবি করেছেন। গত শুক্রবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আনিসের বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদহ। অনিসের বাবার দাবি পুলিশের পোশাক পরা কয়েকজন তাঁর ছেলেকে ছাদে নিয়ে গিয়ে হত্যা করে। আনিসের পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় অভিযোগও দায়ের করা হয়। এবার এই ঘটনারই সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি।