বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র মুরলিধর সেন লেন

কলকাতা পুরভোটের দিন কলকাতা শহরের একাধিক হিংসার ঘটনা ঘটে। বিজেপি-সহ সব তৃণমূল বিরোধী রাজনৈতিক দলেরই অভিযোগ সমস্ত বুথেই বেনজির সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় হিংসার অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

/ Updated: Dec 20 2021, 09:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতা পুরভোটের দিন কলকাতা শহরের একাধিক হিংসার ঘটনা ঘটে। বিজেপি-সহ সব তৃণমূল বিরোধী রাজনৈতিক দলেরই অভিযোগ সমস্ত বুথেই বেনজির সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় হিংসার অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তিনি যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে এই নিয়ে সামান্য বচসা ও হাতাহাতিও হয়। পরে রাজ্য নির্বাচন কমিশনে ধর্নায় বসেছিলেন শুভেন্দু অধিকারী। রাতেই শেষমেশ কলকাতা পুরভোট নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের কাছে ভোট বাতিল করতে আর্জি রাখেন। যদিও সোমবার সকালে নির্বাচন কমিশন জানিয়ে দেয় যে একটিও বুথে পুনর্নির্বাচন হবে না। কলকাতা পুরভোটে হিংসার অভিযোগ তুলে রাজ্য জুড়েই সকাল থেকে প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপি। তারই অঙ্গ হিসাবেই রাজ্য বিজেপি দফতরের সামনে থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেওয়া। কিন্তু সেই মিছিলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয় তাতে রাজৈনিতক মহলে এখন একে অপেরর কাঁধে বন্দুক রেখেছে।