ধর্মের কারণ দেখিয়ে হেনস্থা শিক্ষকদের, ঘটনার তীব্র নিন্দা করেছেন পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম
- ধর্মীয় কারণে এবার হেনস্থার শিকার হতে হল শিক্ষকদের
- এবার ঘটনাটি ঘটেছে সল্টলেকের মত অভিজাত এলাকায়
- এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম
- এছাড়াও তিনি দোষীদের গ্রেপ্তারেরও দাবি করেছেন
মুসলমান হওয়ার কারণে হেনস্থা হতে হল মাদ্রাসার কিছু শিক্ষককে। এবার ঘটনাটি ঘটেছে সল্টলেকের মত অভিজাত এলাকায়। মুসলিম হওয়ার কারণে কলকাতার অনেক এলাকাতাই বাড়ি ভাড়া পাওয়া যায় না। এই কথা আগে অনেকবারই সামনে এসেছে এবার তেমনই এক ঘটনা ঘটলো সল্টলেকে। মঙ্গলবার সকালে কয়েকজন মাদ্রাসার শিক্ষক বিকাশ ভবনে কিছু কাজের জন্য কলকাতায় আসেন। তাঁরা থাকার জন্য সল্টলেকের ডি এল ব্লকে একটি গেষ্ট হাউসে অগ্রিম সহ তাদের জন্য ৩ দিনের রুমও বুক করেন। পরে তারা বাইরে টিফিনের উদ্দেশ্যে বেড়িয়েছিলেন৷ অভিযোগ সেই সময়েই পাশের বাড়ির বাসিন্দারা তাঁদের দেখে সেখানে থাকা নিয়ে প্রবল আপত্তি জানায়। পরে গেষ্ট হাউসের ম্যানেজারও তাদের উঠে যেতে বলেন। ফলে বাধ্য হয়ে তাদের ঘর ছেড়ে দিতে হয়। এই নিয়েই সরব হয়েছেন পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। এছাড়াও তিনি দোষীদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন।