টানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুর, পাম্প চালানোর দাবিতে চলল বিক্ষোভ
'পাম্প চালাও জল সরাও' এই দাবিতেই বিক্ষোভ মিশনপল্লী এলাকার বাসিন্দাদের। জল জমার প্রতিবাদে বৃষ্টির মধ্যেই রাস্তা অবরোধ করে চলল প্রতিবাদ। বৃষ্টি হলেই জল জমে যায় সেখানে। যার জেরে চরম সমস্যায় পড়তে হয় সেখাকার সাধারণ মানুষদের। দীর্ঘদিন ধরেই এমনটা চলে আসছে বলে দাবি সেখানকার সাধারণ মানুষদের। বারবার অভিযোগ করেও কোনও ব্যবস্থা হয়নি বলে দাবি তাঁদের। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবার সচ্চার হলেন সেখানকার সাধারণ মানুষ।
'পাম্প চালাও জল সরাও' এই দাবিতেই বিক্ষোভ মিশনপল্লী এলাকার বাসিন্দাদের। জল জমার প্রতিবাদে বৃষ্টির মধ্যেই রাস্তা অবরোধ করে চলল প্রতিবাদ। বৃষ্টি হলেই জল জমে যায় সেখানে। যার জেরে চরম সমস্যায় পড়তে হয় সেখাকার সাধারণ মানুষদের। দীর্ঘদিন ধরেই এমনটা চলে আসছে বলে দাবি সেখানকার সাধারণ মানুষদের। বারবার অভিযোগ করেও কোনও ব্যবস্থা হয়নি বলে দাবি তাঁদের। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবার সচ্চার হলেন সেখানকার সাধারণ মানুষ।