'পুলিশ পার্টির হয়ে গরু, কয়লা, বালি পাচারের টাকা তোলে'- বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ, তিনি বলেন পুলিশ পার্টির হয়ে গরু পাচারের, কয়লা বালি পাচারের টাকা তোলে

/ Updated: Sep 18 2022, 12:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ | সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ | তিনি জানান 'পুলিশ পার্টির হয়ে গরু পাচারের, কয়লা বালি পাচারের টাকা তোলে' | 'পুলিসের যেটা কাজ সেটা করছে না, তাই মানুষ পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে আছে'- দিলীপ | এছাড়া তিনি বিজেপির নতুন রণকৌশল কি হবে সে নিয়েও বললেন | টিটাগড় স্কুলে বিস্ফোরণ প্রসঙ্গে ও নিজের মতামত দেন | তিনি বলেন এটা নতুন কিছু নয়, ওখানে রাজনীতি এই রকম,  ক্রিমিনালরা রাজনীতি কন্ট্রোল করছে, কাজকর্ম নেই, বহু ছেলে ঘুরে বেরোচ্ছে,  তাদের হাতে বোম বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে। 

Read more Articles on