আমরা দাদার অনুগামী, কলকাতায় ছেয়ে গেল শুভেন্দুর পোস্টার

  • কলকাতার রাস্তে ছেয়ে গেল শুভেন্দু অধিকারীর পোস্টারে
  • পোস্টারে আবারও দেখা গেল লেখা 'আমরা দাদার অনুগামী'
  • একের পর এক পোস্টার ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা
  • তবে কোনও রাজনৈতিক দলের চিহ্ন নেই পোস্টারে

Share this Video

প্রথমে নন্দীগ্রাম, আর তার পরেই কলকাতায় একের পর এক পোস্টার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নামে। একরকম খবরের শীর্ষে এখন রয়েছে তাঁরই নাম। কখনও শোনা যাচ্ছে তিনি দল ছাড়বেন আবার কখনও তিনি জানাচ্ছেন দলেই থাকবেন তিনি। সব কিছু নিয়েই একরকম ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার সেই শুভেন্দুর পোস্টারেই একরকম ছেয়ে গেল কলকাতা। পোস্টারে আবারও দেখা গেল লেখা 'আমরা দাদার অনুগামী'। একের পর এক পোস্টার ঘিরে শুরু হয়েছে নানান রাজনৈতিক জল্পনা। তবে কোনও রাজনৈতিক দলের চিহ্ন নেই পোস্টারে। কি পরিকল্পনা করছেন শুভেন্দু, তাই নিয়েই ধন্দে এখন সকলে।

Related Video