আজ পুজো কার্নিভাল, রেড রোডে প্রস্তুতি কেমন, দেখুন ভিডিও

  • রেড রোডে আজ পুজো কার্নিভাল
  • কার্নিভালে অংশ নেবে ৭১টি পুজো কমিটি
     
/ Updated: Oct 11 2019, 12:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'রাঙামাটির বাংলা'। এটাই এবার রেড রোডে পুজো কার্নিভালের থিম। ইতিমধ্যেই কার্নিভালের যাবতীয় প্রস্তুতি প্রায় সাড়া। বিকেল সাড়ে চারটে থেকে শুরু হয়ে যাবে পুজো কার্নিভাল। কলকাতা এবং সংলগ্ন এলাকার মোট ৭১টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নেবে। প্রতিটি পুজো কমিটির পক্ষ থেকে থাকবে তিনটি করে ট্যাবলো। কার্নিভালের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে টেরাকোটার সাজে তৈরি হয়েছে মূল মঞ্চ। সেখানেই বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সহ বিশিষ্ট অতিথিরা। চন্দননগরের আলোয় সাজানো হয়েছে গোটা রেড রোড। 

দেশ বিদেশের প্রায় চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে কার্নিভালে। সাধারণ দর্শকদের জন্য থাকছে এগারো হাজার আসন। কার্নিভালের জন্য এ দিন বেলা দুটো থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত হবে ধর্মতলা এবং রেড রোড চত্বরে।