হাওড়া ব্রিজ-এ লাইট অ্যান্ড সাউন্ড, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও
- হাওড়া সেতুতে শুরু লাইট অ্যান্ড সাউন্ড শো
- উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- মিলেনিয়াম পার্ক থেকে দেখা যাবে আলো- বাজনার খেলা
কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শো বছর উপলক্ষে নতুন রূপে আত্মপ্রকাশ করল হাওড়া ব্রিজ। এ দিন কলকাতার মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্ট-এর একটি অনুষ্ঠান থেকে হাওড়া ব্রিজ ইন্টারঅ্যাক্টিভ লাইট অ্যান্ড সাউন্ড শো-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার থেকে প্রতিদিন দুই থেকে তিনবার সন্ধেবেলায় হাওড়া ব্রিজ-এ এই আলোর খেলা দেখা যাবে। তবে শুধুমাত্র মিলেনিয়াম পার্ক থেকেই আলোর খেলার সঙ্গে তাল মিলিয়ে মিউজিক শোনা যাবে।
এর আগে ওল্ড কারেন্সি বিল্ডিং-এর একটি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, 'হাওড়া সেতুকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ইন্ট্যারঅ্যাক্টিভ লাইট অ্যান্ড সাইন্ড পরিষেবা শুরু হচ্ছে। আমাদের দেশ সবসময় সাংস্কৃতিক প্রতীকগুলির সংরক্ষণ এবং আধুনীকিকরণ যাতে করা যায়। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার দেশের ঐতিহাসিক স্থাপত্যগুলির সংস্কার করছে। কলকাতা, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ এবং বারাণসীতে এই কাজ করা হচ্ছে।'