বিভাষের বিবেক চেতনা শোভাযাত্রায় রাজনৈতিক খোঁচা
- স্বামী বিবেকানন্দের জন্ম তিথি উপলক্ষে শোভাযাত্রা
- প্রাক্তন মেয়র বিভাস হাজরার উদ্যোগে এই আয়োজন
- কোনা খালিয়া থেকে সিটিআই মোড় পর্যন্ত চলে শোভাযাত্রা
- পদযাত্রার মাঝেই তিনি টেনে আনেন রাজনীতিও
স্বামী বিবেকানন্দের জন্ম তিথি উপলক্ষে শোভাযাত্রা। প্রাক্তন মেয়র বিভাষ হাজরার উদ্যোগে এই বিবেক চেতনা শোভাযাত্রার আয়োজন করা হয়। কোনা খালিয়া থেকে সিটিআই মোড় পর্যন্ত চলে শোভাযাত্রা। পদযাত্রায় পা মেলান কয়েক হাজার মানুষ। শোভাযাত্রার সামনেই দেখা যায় বিভাষ হাজরাকে। পদযাত্রার মাঝেই তিনি টেনে আনেন রাজনীতিও। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা বাংলার শিক্ষা-সংস্কৃতি সকলকে উজ্জীবিত করে। যে অশান্তি বাংলায় তৈরি করার চক্রান্ত করা হচ্ছে তার থেকে মানুষকে মুক্তি দেওয়াই লক্ষ্য মুখ্যমন্ত্রীর।