চাকরি না মেলায় বিষের বোতল হাতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পুলিশ-এর কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বিষের বোতল হাতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি না মেলার অভিযোগ। বুধবার তাঁরা আরক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান।

/ Updated: Mar 09 2022, 08:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুলিশ এর কনস্টেবল পদে চাকরি প্রার্থী (২০১৯ সালের) বিষ এর বোতল হাতে বিক্ষোভ। সল্টলেকের আরক্ষা ভবন এর পাশে বিক্ষোভ। তাদের দাবি মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন ১৩৭ জনকে বাদ দেওয়া হলো।অবিলম্বে তাদের চাকরি দিতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে আসে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেন পরীক্ষা।পরীক্ষা দেয় আঠাশ হাজার পাঁচশো তিরিশ জন।সাড়ে ১২ হাজার কে ইন্টারভিউর জন্য ডাকে।সেখান থেকে আট হাজার চারশো উনিশ জনকে সিলেক্ট করে। এর মধ্যে ১৩৭ জন ও ছিল মেরিট লিস্টে নাম।কিন্তু পরবর্তীতে একটি দুর্নীতি মামলা হয়। সেই মামলায় রিপ্যানেল করতে হবে।কিন্তু সেখানে দেখা যায় আন্দোলনকারি ১৩৭ জন কে ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়।অভিযোগ পিআরবির দীর্ঘদিনের ভুলের কারণে আজ তারা বঞ্চিত হয়েছে ।তাই আজ তারা আরক্ষা ভবন এ বিক্ষোভ দেখানো হয় ।তাদের দাবি যদি আজ তাদের সঠিক সদুত্তর না পায় তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করবে।এবং তারা হাতে বিষের বোতল হাতে নিয়ে বসে আছে।