চিড়িয়াখানাতেই যেন 'মিনি অ্যামাজন', খোশ মেজাজে চার অ্যানাকোন্ডা, দেখুন ভিডিও

  • আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন হল অ্যানাকোন্ডা এনক্লোজারের
  • দর্শকদের সামনে আনা হল চারটি অ্যানাকোন্ডা
  • এর পাশাপাশি উদ্বোধন হল বাঘ, চিতা এবং হায়নার এনক্লোজারের
  • উদ্বোধন করলেন বন মন্ত্রী ব্রাত্য বসু
     

/ Updated: Jul 29 2019, 11:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিশ্ব ব্যাঘ্র দিবসে অনেকটাই বেড়ে গেল আলিপুর চিড়িয়াখানার আকর্ষণ। উদ্বোধন হল অ্যানাকোন্ডার নতুন এনক্লোজারের। চেন্নাই থেকে আনা চারটি অ্যানাকোন্ডা সাপকে এ দিন কাচে ঘেরা এনক্লোজারে ছাড়া হল। জলাশয়, গাছপালা, কৃত্রিম ঝর্না, অ্যামাজনের বাসিন্দাদের মনের মতো পরিবেশ গড়ে তুলতে রয়েছে সব ব্যবস্থাই। এর পাশাপাশি পটনা চিড়িয়াখানা থেকে আনা একটি বাঘ, দু'টি চিতাবাঘ ও হায়নার এনক্লোজারেরও উদ্বোধন হয়। এ দিন সবকটি এনক্লোজারেরই উদ্বোধন করেন বন মন্ত্রী ব্রাত্য বসু। 

বন মন্ত্রী পরে দাবি করেন, গোটা বিশ্বে যেখানে বাঘের সংখ্যা কমছে, সেখানে এ রাজ্যের সুন্দরবনে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে। শেষ সুমারিতে যেখানে সুন্দরবনে ৭৬টি বাঘের খোঁজ পাওয়া গিয়েছিল, সেখানে এবার বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮। সুন্দরবনের নিরাপত্তা বাড়াতেও রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বন মন্ত্রী। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি ক্যামেরাও বসানো হচ্ছে।