রবীন্দ্রস্মরণ, ২২শে শ্রাবণে ঠাকুরবাড়ির অন্দরমহলে কবিপ্রণাম

বাইশে শ্রাবণে উপচে পড়া ভিড় ঠাকুর বাড়িতেবৃষ্টিকে উপেক্ষা করেই ভক্তদের ভিড়সকাল থেকেই শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানরবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস

Share this Video

আজ ২২শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কবিগুরুকে স্মরণ করে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবারের মতই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সেজে উঠল সাদা ফুলে। সকাল থেকেই বাড়ির অন্দরমহলে ভিড় জমিয়েছেন ভক্তেরা। শ্রাবণের ধারায় কলকাতা ভিজল এদিন ভোর থেকেই। তা উপেক্ষা করেই অনুষ্ঠান চলছে ঠাকুরবাড়িতে।

প্রতিবছরের মতই এদিন বাড়ির অন্দরমহলের দরজা খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য পরিবেশন। ঠাকুরবাড়ির প্রথম পর্বের অনুষ্ঠান শেষ, দ্বিতীয় পর্বেও একইভাবে পালন করা হবে রবীন্দ্র-প্রয়াণ দিবস। 

Related Video