রেলের আবাসন ভারাটেদের কব্জায়, খালি করতে গিয়ে বাধার মুখে আরপিএফ
পাতিপুকুর রেলের আবাসন ভারাটেদের কব্জায়। সেখানে কোয়ার্টার্সে বাস করেন একাধিক পরিবার। দীর্ঘদিন ধরেই এই আবাসনের বেহাল দশা। কোনও মতে সেখানেই দিন কাটাচ্ছেন তাঁরা। যাওয়ার জায়গা নেই, তাই আবাসনেই দিন কাটাচ্ছেন তাঁরা, এমনটাই দাবি সেখানে বসবাসকারি আবাসিকদের।
পাতিপুকুর রেলের আবাসন ভারাটেদের কব্জায়। সেখানে কোয়ার্টার্সে বাস করেন একাধিক পরিবার। দীর্ঘদিন ধরেই এই আবাসনের বেহাল দশা। কোনও মতে সেখানেই দিন কাটাচ্ছেন তাঁরা। যাওয়ার জায়গা নেই, তাই আবাসনেই দিন কাটাচ্ছেন তাঁরা, এমনটাই দাবি সেখানে বসবাসকারি আবাসিকদের। আবসনের বেহাল দশার কারণে আগে সেখানে দুর্ঘটনাও ঘটেছে। তারপরেও এই আবাসন আঁকড়ে ধরে বসে আছেন তারা। দীর্ঘদিন ধরেই এখানে দিন কাটাচ্ছেন তাঁরা। এক প্রজন্মর পর অন্য প্রজন্ম এখানে দিন কাটাচ্ছে বলে জানান তাঁরা। এই কোয়ার্টারই খালি করতে সোমবার সেখানে যায় আরপিএফ। রেলের আবাসন খালি করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাঁদের। আগেও এই আবাসন খালি করতে বলেন রেলের আধিকারিকেরা। বারণ না শুনে এখনও এই আবাসনেই থাকছেন বহু মানুষ। সেখানকার আবাসিকদের দাবি তাঁদের আগও কিছু জানানো হয়নি। সেই সঙ্গেই তাঁরা সাফ জানিয়েদেন তাঁরা আবাসন ছাড়বে না।