এবার ছট পুজোয় মেতেছে সন্তোষ মিত্র স্কোয়ার, কৃত্রিম জলাধারেই চলছে পুজোর আচার অনুষ্ঠান

  • এবার ছট পুজোয় মেতেছে সন্তোষ মিত্র স্কোয়ার
  • ছট পুজোর জন্য সেখানে তৈরি হয়েছে কৃত্রিম জলাধার 
  • সরোবরে যাওয়াতে এবার নিষেধাঞ্জা জারি করেছে হাইকোর্ট
  • আদালতের রায়কে মান্যতা দিয়েই এই নয়া উদ্যোগ তাদের
/ Updated: Nov 20 2020, 07:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশ জুড়ে এখন চলছে ছট পুজো। এবার সেই ছট পুজোতেই মেতেছে সন্তোষ মিত্র স্কোয়ার। ছট পুজোর জন্য সেখানে তৈরি হয়েছে কৃত্রিম জলাধারও। সরোবরে যাওয়াতে এবার নিষেধাঞ্জা জারি করেছে হাইকোর্ট। আদালতের রায়কে মান্যতা দিয়েই এই নয়া উদ্যোগ তাদের। যাতে কোনও ভাবেই মানুষ সরবরে না যায় সেই কথা ভেবেই তারা এই বব্যস্থা করেছে। প্রসঙ্গত, এবার মোট ৪৫ টি ঘাট তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে ১৬ টি কৃত্রিম জলাশয়। কলকাতা পৌরসভার পক্ষ থেকেই এই বন্দবস্ত করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে সে দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। আর সেই কারণেই ভিড় এড়িয়ে দূরত্ব বিধি মেনে পুজো দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন প্রশাসন সাহায্যের জন্য সব সময়েই রয়েছে।