'দিদি ছাড়া আমার জীবনে কেউ নেই', মেয়র হয়েই বললেন কৃষ্ণা চক্রবর্তী
বিধাননগরের মেয়র হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগরের ২৯ নম্বর ওয়ার্ড-এ জয়ী হন তিনি। মেয়র হয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। 'দিদি ছাড়া আমার জীবনে কেউ নেই'- কৃষ্ণা চক্রবর্তী। আমাদের আর কোনো ভয় নেই, বলেন কৃষ্ণা।
কে হবেন বিধাননগরের মেয়র, সেই দিকেই তাকিয়ে ছিল বিধাননগরের মানুষ। সবাইয়ের জল্পনা করেছিলেন সব্যসাচী দত্তকেই এবারে হয়ত করা হবে বিধাননগরে পুরসভার মেয়র। তবে সব জল্পনা মিথ্যে করে সব্যসাচী দত্তর বদলে মেয়র হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। অন্যদিকে সব্যসাচী দত্ত পেলেন পুরবর্ডের চেয়ারম্যানের পদ। বিধাননগরের মেয়র হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগরের ২৯ নম্বর ওয়ার্ড-এ জয়ী হন তিনি। মেয়র হয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। 'দিদি ছাড়া আমার জীবনে কেউ নেই'- কৃষ্ণা চক্রবর্তী। আমাদের আর কোনো ভয় নেই, বলেন কৃষ্ণা। প্রসঙ্গত ২০১৫ সালে বিধাননগর পুরসভার মেয়র হয়েছিলেন সব্যসাচী দত্ত। তবে লোকসভা ভোটের পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। ২০১৯ সালে মেয়র পদ থেকে ইস্তফা দেন তিনি। সব্যসাচী ইস্তফা দেওয়ার পর তখন কৃষ্ণা চক্রবর্তীর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কৃষ্ণা চক্রবর্তী সেই সময় মেওয়ার হন। তবে এবার অনেকেই মনে করেছিলেন সব্যসাচী দত্ত মেয়র হতে পারে কিন্তু সব্যসাচী দত্তর বদলে মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী।