'এগোলেও দোষ, পিছোলেও দোষ', লোকাল ট্রেন নিয়ে বললেন মমতা
ভয়াবহ করোনা পরিস্থিত রাজ্যে। করোনা পরস্থিতি নিয়েই সাংবাদিকদের মুখোমুখি মমতা। লোকাল ট্রেন নিয়েও একাধিক কথা বলেন মমতা। 'এগোলেও দোষ, পিছোলেও দোষ'-মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্ত বাজারে বিশেষ কড়াকড়ির নির্দেশ মমতার।
ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। ক্রমেই দেশে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা পরিস্থিতি আয়ত্তে রাখতে বিশেষ ঘোষণা মমতার। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে এক সপ্তাহে ৪৫,৪১৭ জন করোনা আক্রান্ত। মাস্ক এবং গ্লাভস পরার পরামর্শ মমতার। গ্লাভস স্যানিটাইজারের ব্যবহারের পরামর্শ। চুল ঢেকে রাখার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। 'বাড়িতে বসেই কাজ করুন', বললেন মমতা। প্রয়োজনে ট্রেন বাড়ানো হবে, বললেন মমতা। মাইক্রো কনটেনমেন্ট জোনে আরও কড়াকড়ি সম্ভাবনা। পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ মমতার। এছাড়াও করোনা সংক্রান্ত আরও একাধিক বিষয় নিয়ে একাধিক কথা বলেন তিনি। লোকাল ট্রেন নিয়েও একাধিক কথা বলেন মমতা। লোকাল ট্রেন নিয়ে মমতা বলেন'এগোলেও দোষ, পিছোলেও দোষ'। ট্রেন কমালেও মানুষের সমস্যা ট্রেন বাড়ালেও ভিড় মানুষের। তবে কাজের জন্যই যে এই সব কিছু সে কথাও নিজে মুখেই বলেন মমতা। অন্যদিকে পোস্ত বাজারে বিশেষ কড়াকড়ির নির্দেশ মমতার। এছাড়াও মাইক্রো কনটেনমেন্ট জোনে কড়াকড়ির নির্দেশ মমতার।