অনবরত বৃষ্টি! জলমগ্ন অবস্থা কলকাতার বেশ কিছু এলাকা

জুলাই মাসের শেষে এসে জোরে ব্য়াটিং চালাচ্ছে বৃষ্টি। জুলাই মাস বৃষ্টিহীনতায় কেটেছে দক্ষিণবঙ্গের মানুষের জীবন। কিন্তু এখন সেই ঘাটতি পূরণ করছে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপের জন্য বুধবার রাতে ভারী বৃষ্টি হয়েছে  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

Share this Video

জুলাই মাসের শেষে এসে জোরে ব্য়াটিং চালাচ্ছে বৃষ্টি। জুলাই মাস বৃষ্টিহীনতায় কেটেছে দক্ষিণবঙ্গের মানুষের জীবন। কিন্তু এখন সেই ঘাটতি পূরণ করছে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপের জন্য বুধবার রাতে ভারী বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অনবরত মুষল ধারায় বৃষ্টির ফলে কলকাতার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। খিদিরপুরের ভূকৈলাশ রোডে জল জমায় মানুষের যাতায়াত ব্যাহত হয়। একই অবস্থা ইকবালপুরের বেশ কিছু এলাকায়। রাস্তাঘাটে যান চলাচলে বেশ সমস্যা তৈরি হয়। ফলে সকালে অফিস যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপটি শক্তি হারাচ্ছে। তাই আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

Related Video