'ওদের ভয় থেকেই আমাদের জয়', বিরোধী দলকে বিঁধলেন ফিরহাদ

ত্রিপুরায় তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই নিয়ে একধিক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। প্রতিহিংসার দল বিজেপি', বললেন ফিরহাদ। 'যতই কেস দাও আমরা ভয় পাব না', এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে। পাশাপাশি তিনি এও বলেন, 'ওদের ভয় থেকেই আমাদের জয়'। এছাড়াও তিনি বলেন, ২০২৪ -এ বিজেপি যাচ্ছে।

/ Updated: Aug 11 2021, 06:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ত্রিপুরায় তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই নিয়ে একধিক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। প্রতিহিংসার দল বিজেপি', বললেন ফিরহাদ। 'যতই কেস দাও আমরা ভয় পাব না', এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে। পাশাপাশি তিনি এও বলেন, 'ওদের ভয় থেকেই আমাদের জয়'। এছাড়াও তিনি বলেন, ২০২৪ -এ বিজেপি যাচ্ছে।