শহরে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও
- শীতের মুখে শহরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
- ঘটনায় উদ্বিগ্ন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
- ডেঙ্গুর প্রতিরোধে প্রশাসনের কাছে জোরদার প্রচারের দাবি করেছেন তিনি
- সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন
শীতের মুখে কলকাতার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। শুক্রবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন খোদ কলকাতা পুরসভারই এক আধিকারিক। ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপি-এর সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, নানা কারণে কলকাতার আনাচে-কানাচে জল জমছে। আর জমা জল থেকে ছড়াচ্ছে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ। কিন্তু ডেঙ্গুর প্রতিরোধে কলকাতা পুরসভার কাউন্সিলরদের যতটা সক্রিয় হওয়া উচিত, তাঁর ততটা সক্রিয় নন। ডেঙ্গুর প্রতিরোধে শহর জুড়ে জোরদার প্রচার চালানোর দাবি তুলেছে বিজেপি-এর রাজ্য সভাপতি। সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।