ভারী বৃষ্টিতে জল থই থই কলকাতা, স্বাভাবিক হওয়ার আশ্বাস মেয়রের, দেখুন ভিডিও

  • কলকাতায় ভারী বৃষ্টি জল জমে সমস্যা
  • জল জমে উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায়
     
/ Updated: Aug 16 2019, 08:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। দুপুরের পর থেকেই এ দিন গোটা কলকাতা এবং সংলগ্ন এলাকা জুড়ে আকাশ কালো করে বৃষ্টি নামে। একটানা দুই থেকে তিন ঘণ্টা ভারী বৃষ্টি হয় উত্তর এবং দক্ষিণ কলকাতা-সহ দুই চব্বিশ পরগণার বিস্তীর্ণ অংশ জুড়ে। সঙ্গে পড়তে থাকে একের পর এক বাজ। কলকাতায় বিকেল পাঁচটার মধ্য়েই কয়েকঘণ্টায় আশি মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। উত্তর  কলকাতার থেকে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ এবং মধ্য কলকাতায়। বৃষ্টির জেরে উত্তর কলকাতার ঠনঠনিয়া, আহমার্স্ট স্ট্রিট, মধ্য কলকাতার পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, দক্ষিণের গোলপার্ক, আলিপুর-সহ বিস্তীর্ণ অংশে কোথাও কোথাও হাঁটু জল জমে যায়। জল জমে যায় সেক্টর ফাইভ এলাকাতেও। ফলে যানজটে নাকাল হন শহরবাসী। যদিও ট্রেন বা মেট্রো চলাচলে কোনও সমস্যা হয়নি বলেই খবর।  বাজ পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে অন্তত আঠারো জন আহত হয়। তাঁদের মধ্যে মৃত্যু হয় একজনের। 

মেয়র ফিরহাদ হাকিম জানান, যেহেতু অল্প সময়ের মধ্যে পাম্পিং স্টেশনগুলির ক্ষমতার থেকে অনেকটা বেশি বৃষ্টি হয়েছে, তাই শহরের অনেক জায়গাতেই জল জমেছে। তবে আর বৃষ্টি না হলে শনিবার সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন মেয়র। এর পাশাপাশি গঙ্গায় জোয়ার থাকাতেও জমা জল বের করতে অসুবিধা হয়েছে বলে জানান মেয়র। তবে সবকটি পাম্পিং স্টেশন চালু রেখে জমা জল বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফিরাহদ হাকিম। অন্যদিকে ভারী বৃষ্টির জেকে রানওয়েতে জল জমে কলকাতা বিমানবন্দরেও বিমান ওঠানামায় সমস্যা হয়।