আনিস খান খুনের ঘটনার তদন্তের দাবি তুলে ছাত্র পরিষদের ধিক্কার মিছিল ঘিরে ধুন্ধুমার

আনিস খান খুনের ঘটনার তদন্তের দাবিতে বিক্ষোভ। সিবিআই তদন্তের দাবি নিয়ে ছাত্র পরিষদের ধিক্কার মিছিল। ছাত্র পরিষদের মিছিলে বাধা পুলিশের। পুলিশের সাথে ছাত্র পরিষদের সদস্যদের খণ্ডযুদ্ধ। টায়ার পুরিয়ে রাস্তায় চলতে থাকে প্রতিবাদ।

/ Updated: Feb 21 2022, 07:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অনিস খানের খুনের ঘটনা নিরপেক্ষ তদন্ত ও সিবিআই তদন্তের দাবি নিয়ে বিধান ভবন থেকে ছাত্র পরিষদের ধিক্কার মিছিল। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশরা বাধা দেন। পুলিশের সঙ্গে ছাত্র পরিষদের সদস্যদের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। টায়ার পুড়িয়ে চলতে থাকে প্রতিবাদ। প্রসঙ্গত, আনিস খানের মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁর মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন একাধিক রাজনৈতিক দল। অনেকেই তাঁকে নিজেদের দলের সদস্য বলেও দাবি করেছেন। গত শুক্রবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আনিসের বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদহ। অনিসের বাবার দাবি পুলিশের পোশাক পরা কয়েকজন তাঁর ছেলেকে ছাদে নিয়ে গিয়ে হত্যা করে। আনিসের পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় অভিযোগও দায়ের করা হয়। এবার এই ঘটনারই সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি। এরপরেও এদিন বিক্ষোভ করতে দেখা যায় ছাত্র পরিষদের সদস্যদের।