Asianet News BanglaAsianet News Bangla

আদালতে অনুব্রতর মেয়ে সুকন্যা, সঙ্গে নিয়ে এলেন ফাইল

আদালতে ফাইল নিয়ে হাজির হলেন সুকন্যা মণ্ডল, কড়া পুলিশি পাহাড়ায় তাঁকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়, সুকন্যাকে সংবাদমাধ্যমে তীব্র প্রশ্ন, কোনও উত্তর দেননি তিনি

Aug 18, 2022, 3:05 PM IST

আদালতে ফাইল নিয়ে হাজির হলেন সুকন্যা মণ্ডল | বৃহস্পতিবার বোলপুর থেকে কলকাতায় আসেন তিনি | কলকাতায় চিনার পার্কে ফ্ল্যাটে যান প্রথমে সুকন্য়া | সেখান থেকে গাড়ি নিয়ে আদালতে আসেন সুকন্যা | কড়া পুলিশি পাহাড়ায় তাঁকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় | সুকন্যাকে সংবাদমাধ্যমে তীব্র প্রশ্ন, কোনও উত্তর দেননি তিনি | প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার চাকরিতে নিয়োগ নিয়ে তোলপাড় ফেলে দেওয়া অভিযোগ জমা পড়ে কলকাতা হাইকোর্টে | তাই সুকন্যাকে আজই হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় |