KMC election 2021: ভোটের আগে মিষ্টির ব্যালট বাক্স ভাঙতেই সবুজের ছড়াছড়ি

 ১৯ তারিখ রয়েছে কলকাতা পুরসভার ভোট। ভোটের আগেই ভাঙল ব্যালট বাক্স। ব্যালট বাক্স ভাঙতেই তাতে সবুজের ছড়াছড়ি। এটা তবে আসল ব্যালট বাক্স নয়, সন্দেশের। তৃণমূল প্রার্থীর হাতে এই উপহার তুলে দেন এক যুবনেতা। 

/ Updated: Dec 17 2021, 07:35 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৯ তারিখ রয়েছে কলকাতা পুরসভার ভোট। তার আগে হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। জোর কদমে চলছে এখন ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই ভোটের আগেই ভাঙল ব্যালট বাক্স। ব্যালট বাক্স ভাঙতেই তাতে সবুজের ছড়াছড়ি। এটা তবে আসল ব্যালট বাক্স নয়, সন্দেশের। ভোটের প্রভাব যে পড়েছে এখন মিষ্টির দোকানেও তা আর বলার অপেক্ষা রাখেনা। তৃণমূল প্রার্থীর হাতে এই উপহার তুলে দেন এক যুবনেতা। ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে এই মিষ্টি দেওয়া হয় বলে জানা গিয়েছে। সোদপুরের একটি মিষ্টির দোকানে এই মিষ্টি তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে। মিষ্টির ব্যালট বাক্স অনুযায়ী তৃণমূলের জয়ের সম্ভাবনা থাকলেও আসলে তৃণমূল জিততে পারবে কি না সেই দিকেই তাকিয়ে এখন তৃণমূলের কর্মী সমর্থকরা। এখন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই শুরু হবে কলকাতা পুরসভার ভোট।