সল্টলেকের বাজারে হানা টাস্ক ফোর্সের, দেখুন ভিডিও
- বাজার আগুন
- শীতের মরশুমেও আনাজের দাম উর্ধ্বমুখী
- মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্য়বিত্ত বাঙালি
- পুলিশকে সঙ্গে সল্টেলেকে বাজারে হানা টাস্ক ফোর্স প্রধানের
বাজারে আগুন। শীতের মরশুমেও আনাজের দাম কমছে না! মূল্যবৃদ্ধিতে নিয়ন্ত্রণ করতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্নে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে কালোবাজারি ও ফড়েদের দাপট রুখতে টাস্ক ফোর্সকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে সল্টলেকের জিএ মার্কেটে হাজির হন টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে। বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে আনাজের দামের খোঁজ খবর নেন তিনি। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গেও। টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্র কোলের বক্তব্য, এবার প্রকৃতির খামখেয়ালিপনা ও ঘুর্ণিঝড় বুলবুলের কারণে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে আনাজের দামও বেড়ে গিয়েছে। এর আগে পুলিশকে সঙ্গে কলকাতার বিভিন্ন মার্কেটেও হানা দিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা।