নবান্ন অভিযানে পুলিশের মারে আহত বিজেপি কর্মীকে দেখতে এলেন বিজেপি নেতৃত্ব
নবান্ন অভিযানে পুলিশের মারে আহত বিজেপি কর্মীকে সোদপুর পানশিলার বাড়িতে দেখতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি দলের রাজ্যের প্রভারি মঙ্গল পান্ডে । এরপর সাংবাদিক দের প্রশ্নের উত্তর দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বললেন পুলিশ বিজেপি কর্মীর আইফোন চুরি করেছে
নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে আহত হয়েছিলেন বিজেপি কর্মী রাজকুমার দাস | আজ তার সোদপুর পানশিলার বাড়িতে দেখতে আসলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | সুকান্ত মজুমদারের সাথে দেখতে আসেন বিজেপি দলের রাজ্যের প্রভারি মঙ্গল পান্ডে | দলের তরফ থেকে আহত বিজেপি কর্মীর পাশে থাকার বার্তা দিলেন তারা | এছাড়া পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিলেন | এরপর সাংবাদিক দের প্রশ্নের উত্তর দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | তিনি বললেন পুলিশ বিজেপি কর্মীর আইফোন চুরি করেছে | নবান্নের ঘটনায় শোকাহত মঙ্গল পান্ডে |