Kolkata Hotline kiosk: মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতায় দেশের প্রথম হটলাইন কিয়স্ক
কলকাতা পুলিশের অভিনব উদ্যোগে আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে তৈরি হল ভারতের প্রথম হটলাইন কিয়স্ক। মানুষ বিপদে পড়লেই এই কিয়স্কে এসে অভিযোগ করতে পারবেন এবং এখানে এসে সরাসরি ভিডিও কলিং করা যাবে লালবাজার এবং আলিপুর থানার সঙ্গে।
কলকাতা পুলিশের অভিনব উদ্যোগে আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে তৈরি হল ভারতের প্রথম হটলাইন কিয়স্ক। মানুষ বিপদে পড়লেই এই কিয়স্কে এসে অভিযোগ করতে পারবেন এবং এখানে এসে সরাসরি ভিডিও কলিং করা যাবে লালবাজার এবং আলিপুর থানার সঙ্গে। সেক্ষেত্রে লালবাজার বা কোনো থানায় যেতে হবে না। আপাতত আলিপুর চিড়ি়াখানার বিপরিতে এই কিয়স্ক করা হয়েছে। সাধারণ মানুষ এই কি অফ সারাদিনের জন্য খোলা পাবেন। যে কোনো অভিযোগ থাকলে সরাসরি লালবাজার এবং আলিপুর থানার সাথে যোগাযোগ করা যাবে এই কিয়ক্স থেকে। এই কি অফিসে এসে কোন নাম্বার ডায়াল করতে হবে না সরাসরি ক্লিক হেয়ার টিপলেই ভিডিও কলিং এ যোগাযোগ করা যাবে লালবাজার এবং আলিপুর থানার সাথে।এখনো পর্যন্ত এটি শুরু না হলেও এটির ট্রায়াল' শুরু হয়েছে ইতিমধ্যে।