সৌরভের রাজনৈতিক যোগ নিয়ে ধোঁয়াশা, শাহ-র সঙ্গে সাক্ষাতের পরের দিনই দিদি-ফিরহাদের প্রশংসায় পঞ্চমুখ দাদা

শনিবার বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডলের এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে সস্ত্রীক হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই একই মঞ্চে ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মঞ্চে সৌরভের গলায় শোনা গেল ফিরহাদ হাকিমের প্রশংসা। 

/ Updated: May 07 2022, 08:22 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শনিবার বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডলের এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে সস্ত্রীক হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই একই মঞ্চে ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মঞ্চে সৌরভের গলায় শোনা গেল ফিরহাদ হাকিমের প্রশংসা। ফিরহাদের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক, জানালেন সেকথাও। ফিরহাদ হাকিমের কাছে কেউ গেলে সে সাহায্য পাবেই, এমন কথাই বলতে শোনা গেল তাঁকে। তবে শুধু ফিরহাদের প্রশংসাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে শোনা গিয়েছে সৌরভকে। মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের খুব কাছের মানুষ এমন কথাই বলতে শোনা গিয়েছে সৌরভকে। অমিত শাহর সঙ্গে নৈশভোজের পরদিনই দাদার মুখে দিদি-ফিরহাদের এমন প্রশংসায় শুরু হয়েছে নানান জল্পনা। হাসপাতালের উদ্বোধনে গিয়ে তবে সৌরভ বলেন তিনি চান কাউকে হাসপাতালে যেন না আসতে হয় সেটাই, তবে এই হাসপাতালে যথাযত চিকিৎসা রোগীরা পাবেন বলেই জানান সৌরভ। সেই সঙ্গে চিকিৎসক সরোজ মণ্ডলকে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানান তিনি। তবে একই মঞ্চে সৌরভ এবং ফিরহাদের থাকাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে এনিয়ে রাজনৈতিক যোগের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সৌরভ। এখন সৌরভের রাজনৈতিক যোগ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 
 

Read more Articles on