সুদীপ জৈন -র পর কলকাতা সফরে এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
- বিধানসভা নির্বাচনের আর কয়েকমাসের অপেক্ষা
- তারই প্রস্তুতি এখন তুঙ্গে
- বুধবার কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
- এর আগে সুদীপ জৈন এসেছিলেন বঙ্গ সফরে
বিধানসভা নির্বাচনের আর কয়েকমাসের অপেক্ষা। তারই প্রস্তুতি এখন তুঙ্গে। কয়েক দিন আগেই নির্বাচন কমিশনার সুদীপ জৈন এসেছিলেন বঙ্গ সফরে। বুধবার কলকাতা বিমানবন্দরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সামনেই ২০২১ নির্বাচন আর সেই কারণেই তাদের আগমণ। বিভিন্ন বিষয়ে পর্যালোচনা বিশেষত স্পর্শকাতর বুথ গুলি চিহ্নিত করণ, এবং তার পর্যালোচনা তাঁদের আগমণের মূল উদ্দেশ্য। কলকাতা বিমানবন্দরে নেমে তাঁরা জানান আগামি ২২ তারিখ সাংবাদিক সম্মেলন করবেন তাঁরা এবং সেখানে বিস্তারিত জানাবেন তাঁরা।