কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সরকারী নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মিছিলের ডাক বামপন্থীদের
পশ্চিমবঙ্গের সরকারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে সোমবার কলকাতার রাজপথে আন্দোলন প্রতিবাদ মিছিলের ডাক দিলেন বামপন্থী বুদ্ধিজীবিরা, কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য |
পশ্চিমবঙ্গের সরকারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে সোমবার কলকাতার রাজপথে আন্দোলন প্রতিবাদ মিছিলের ডাক দিলেন বামপন্থী বুদ্ধিজীবিরা | কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য | সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন পবিত্র সরকার, অনীক দত্ত, রাহুল ব্যানার্জী সহ আরো অনেকে | পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, টেটে নিয়োগ দুর্নীতি ও কোটি কোটি কালো টাকা উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামছেন বামপন্ধী বুদ্ধিজীবিরা | বিশিষ্টজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগস্ট মাসের প্রথম দিন, অর্থাৎ আসন্ন সপ্তাহের সোমবার দুপুর তিনটেয় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, টেটে নিয়োগের দুর্নীতি ও কোটি কোটি কালো টাকা উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামছেন বামপন্থী বুদ্ধিজীবিরা। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিশিষ্ট আইনজীবি বিকাশ ভট্টাচার্য। ওই দিন ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু হওয়া মহামিছিলে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে আসার আহ্বান জানান বিকাশ রঞ্জন। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেবার আবেদন জানালেন বিদ্যজনেরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক বলে লিখিত বিবৃতিতে জানান তাঁরা। বিবৃতিতে স্বাক্ষর করেন বিকাশ ভট্টাচার্য, শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম, নাটক তথা চলচ্চিত্র অভিনেতা সুপ্রিয় দত্ত, লোক সংগীতকার শুভেন্দু মাইতি, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র সুরকার দেবজ্যোতি মিশ্র, নাট্যকার চন্দন সেন, শিক্ষাবিদ মালিনী ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, চিত্রপরিচালক অনীক দত্ত, সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট, অধ্যাপক শুভঙ্কর চক্রবর্তী, অভিনেতা অসিত বসু, চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী সহ আরো অনেকে।