২০১১ সালে মদের নেশা প্রাণ কেড়েছিল ১৭৩ জনের, বিষমদ কান্ডের মূল অভিযুক্ত বাদশা -র যাবজ্জীবন
২০১১ সালে বিষমদ কান্ডে মৃত্যু হয়েছিল ১৭৩ জনের। সেই ঘটনারই মূল অভিযুক্ত বাদশা। শনিবার তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার তারই যাবজ্জীবন রায় ঘোষণা করলেন আলিপুর আদালতের ষষ্ঠ জেলা বিচারক পুষ্পল সৎপতি। প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের কয়েকটি ঠেক থেকে বিষমদ খেয়ে মৃত্যু হয় মোট ১৭৩ জনের। সেই ঘটনারই রায় ঘোষণা হল সোমবার।
২০১১ সালে বিষমদ কান্ডে মৃত্যু হয়েছিল ১৭৩ জনের। সেই ঘটনারই মূল অভিযুক্ত বাদশা। শনিবার তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার তারই যাবজ্জীবন রায় ঘোষণা করলেন আলিপুর আদালতের ষষ্ঠ জেলা বিচারক পুষ্পল সৎপতি। প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের কয়েকটি ঠেক থেকে বিষমদ খেয়ে মৃত্যু হয় মোট ১৭৩ জনের। সেই ঘটনারই রায় ঘোষণা হল সোমবার।