ওটা কি গানের মঞ্চ, বাবুলকে 'গো ব্য়াক' নিয়ে বললেন পার্থ
বুলবুলে ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়া নিয়ে কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীকে 'গো ব্যাক' শুনতে হয়েছে। মঙ্গলবার সকালে নামখানায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। যদিও এর পিছনে নেহাত তৃণমূলের রাজনীতি রয়েছে বলে মন্তব্য় করেছেন আসানসোলের সাংসদ। এদিকে বাবুলকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলেন, ইতিহাস না জেনে গেল এরকমই হবে। এটা কি গানের মঞ্চ।
বুলবুলে ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়া নিয়ে কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীকে 'গো ব্যাক' শুনতে হয়েছে। মঙ্গলবার সকালে নামখানায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। যদিও এর পিছনে নেহাত তৃণমূলের রাজনীতি রয়েছে বলে মন্তব্য় করেছেন আসানসোলের সাংসদ। এদিকে বাবুলকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলেন, ইতিহাস না জেনে গেল এরকমই হবে। এটা কি গানের মঞ্চ। ঘূর্ণিঝড় বুলবুল আসার আগে থেকেই মানুষকে সতর্ক করছেন মুখ্য়মন্ত্রী। নবান্নে নিজে বসে থেকে বুলবুলের তদারকি করেন। উপরন্তু ঘূর্ণিঝড়ে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে নিজেই তৎপর হন। সব শেষ হয়ে যাওয়ার পর তিনি এসেছেন। কে উনি। বরং কেন্দ্রের কাছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ক্ষয়ক্ষতির যে পরিমাণ পাঠিয়েছেন, তা দেখে কেন্দ্রের যতটুকু সাধ্য় তা দেওয়া উচিত।