Bhai Phonta 2021: ব্যস্ততা দূরে সরিয়ে ভাইফোঁটায় মাতলেন রাজনৈতিক নেতৃত্বরা

 রাজ্যে পালিত হচ্ছে ভাইফোঁটা (Bhai phonta) উৎসব। ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা। বঙ্গের মানুষ মেতেছে উৎসবের আনন্দে। ঘরে ঘরে চলছে ভাইফোঁটা। কালীপুজো (Kalipuja) শেষ হতে না হতেই মিষ্টির দোকানে (Sweet shop) দেখা গিয়েছে লম্বা লাইন। ভাইদের মিষ্টি খাওয়াতে দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে বোনেদের। ভাঁইফোঁটার আনন্দে মেতেছেন তারকা থেকে শুরু করে রাজনীতিকরা। ভাইফোঁটায় মেতেছেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। কর্ম ব্যস্ততা দূরে সরিয়ে ভাইফোঁটায় মেতেছেন তিনি। বাপের বাড়িতেই রয়েছে সারাদিন নানান অনুষ্ঠান, জানালেন রত্না চট্টোপাধ্যায়। রবিবার রয়েছে ভাইফোঁটার বিশেষ খাওদাওয়া, এমনটাই জানালেন রত্না চট্টোপাধ্যায়। ভাইফোঁটায় বাপের বাড়িতেই রয়েছেন তিনি। তবে রবিবার তাঁর বাড়িতে রয়েছে খাওয়াদাওয়া। অন্যদিকে, ভাইফোঁটা নিতে দেখা গেল রাহুল সিনহাকেও (Rahul Sinha)। বোনেদের থেকে ভাইফোঁটা নিলেন বিজেপি (BJP) নেতা। ভাইফোঁটায় সেখানেও দেখা গেল এলাহি আয়োজন।

Share this Video

রাজ্যে পালিত হচ্ছে ভাইফোঁটা (Bhai phonta) উৎসব। ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা। বঙ্গের মানুষ মেতেছে উৎসবের আনন্দে। ঘরে ঘরে চলছে ভাইফোঁটা। কালীপুজো (Kalipuja) শেষ হতে না হতেই মিষ্টির দোকানে (Sweet shop) দেখা গিয়েছে লম্বা লাইন। ভাইদের মিষ্টি খাওয়াতে দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে বোনেদের। ভাঁইফোঁটার আনন্দে মেতেছেন তারকা থেকে শুরু করে রাজনীতিকরা। ভাইফোঁটায় মেতেছেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। কর্ম ব্যস্ততা দূরে সরিয়ে ভাইফোঁটায় মেতেছেন তিনি। বাপের বাড়িতেই রয়েছে সারাদিন নানান অনুষ্ঠান, জানালেন রত্না চট্টোপাধ্যায়। রবিবার রয়েছে ভাইফোঁটার বিশেষ খাওদাওয়া, এমনটাই জানালেন রত্না চট্টোপাধ্যায়। ভাইফোঁটায় বাপের বাড়িতেই রয়েছেন তিনি। তবে রবিবার তাঁর বাড়িতে রয়েছে খাওয়াদাওয়া। অন্যদিকে, ভাইফোঁটা নিতে দেখা গেল রাহুল সিনহাকেও (Rahul Sinha)। বোনেদের থেকে ভাইফোঁটা নিলেন বিজেপি (BJP) নেতা। ভাইফোঁটায় সেখানেও দেখা গেল এলাহি আয়োজন।

Related Video