বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের, দেখুন ভিডিও

  • বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়ে গিয়েছে এসসি এসটি বিল
  • বিলটি অনুমোদনের জন্য রাজভবনে পাঠিয়েছে সরকার
  • বিলেও এখনও সই করেননি রাজ্যপাল জগদীপ ধানকড়
  • বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

Share this Video

এ রাজ্যে এসটি এসসি সম্প্রদায়ের জন্য আলাদা কমিশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বসম্মতিক্রমে বিলও পাস হয়ে গিয়েছে বিধানসভায়। নিয়মাফিক বিলটি অনুমোদনের জন্য রাজভবনে পাঠিয়ে দিয়েছে সরকার। কিন্তু রাজ্যপাল কেন এখনও বিলে সই করেননি? জবাব চাইলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। মঙ্গলবার বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভে শামিল হন তাঁরা। তবে বিধানসভায় খোদ রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ যে কাম্য নয়, তা অবশ্য স্বীকার করে নিয়েছেন বিক্ষুদ্ধ বিধায়করা। তাঁদের সাফাই, বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ পর্যায়ে। বিজেপি-এর নির্দেশে ইচ্ছাকৃতভাবে বিল আটকে রেখেছেন রাজ্যপাল জগদীপ ধানকড়। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তাঁরা। উল্লেখ্য, গত সপ্তাহে আচমকাই দু'দিনের জন্য স্থগিত হয়ে গিয়েছিল বিধানসভার শীতকালীন অধিবেশন। সরকারিভাবে অধিবেশন স্থগিতের কোনও কারণ জানানো হয়নি। তবে সূত্রের খবর, রাজভবনে বেশ কয়েকটি বিল আটকে থাকার কারণেই অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

Related Video