কীভাবে কাটমানির হিসেব রাখতেন তৃণমূল সাংসদ, শুনুন প্রমোটারের অভিযোগ, দেখুন ভিডিও
- কাটমানি বিতর্কে এবার তৃণমূল সাংসদ শান্তনু সেন
- কাউন্সিলর থাকাকালীন তোলা আদায়ের অভিযোগ
- অভিযোগ অস্বীকার তৃণমূল সাংসদের
- মানহানির মামলা করছেন তৃণমূল সাংসদ
তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আদায় করার অভিযোগ তুললেন এক প্রমোটার। শান্তনুবাবু কলকাতা পুরসভার কাউন্সিলর থাকাকালীন এই টাকা নিয়েছেন বলে দাবি সিঁথি এলাকায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমুন্ত চৌধুরী নামে এক প্রমোটাারের। সুমন্তবাবুর অভিযোগ, কাউন্সিলর থাকাকালীন যে কোনও আবাসন বা নির্মাণকাজে হাত দিলেই তাঁর থেকে কাঠা পিছু ২ লক্ষ টাকা করে আদায় করতেন শান্তনু সেন। ওই ব্যবসায়ীর দাবি, নিজের মোবাইলেই তোলার টাকার হিসেব রাখতেন তৃণমূল সাংসদ।
শুধু তাই নয়, নিজের ইমারতি দ্রব্যের ব্যবসা থাকা সত্ত্বেও সিন্ডিকেটের থেকে তাঁকে নির্মাণ সামগ্রী কিনতে বাধ্য করা হত বলেও অভিযোগ ওই প্রমোটারের। বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন তিনি। পাল্টা শান্তনুবাবুর অভিযোগ, ওই প্রমোটারের বিরুদ্ধে মানহানির মামলা করছেন তিনি।
রাজ্যসভার সাংসদ হওয়ার পাশাপাশি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন আইএমএ-র সভাপতির পদেও রয়েছেন শান্তনুবাবু। সাংসদ হওয়ার আগে কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শান্তনুবাবু।