গানে-কবিতায় জমে উঠেছে তরজা, গান গেয়ে কবিতার জবাব দিলেন মদন

এবার রুদ্রনীলের কবিতার জবাব দিলেন মদন মিত্র। কেউ ডাকলে কবিগানের আসরেও যেতে রাজি মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জানালেন মদন। মদন মিত্রর গানের সঙ্গেই তবলার শব্দও শোনা গিয়েছে।

/ Updated: Apr 14 2022, 07:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রুদ্রনীলের তৃণমূল বিরোধী একের পর এক কবিতা ভাইরাল হচ্ছে। প্রথমে তাঁকে অনুমাধব বলে অনুব্রতকে কটাক্ষ করতে শোনা গিয়েছে। সেই কবিতা রীতিমতো ঝড় তোলে নেট দুনিয়ায়।  তারপরেই আরও একটি কবিতা বলতে শোনা যায় তাঁকে। সেই কবিতার মধ্যে দিয়েই আবারও কটাক্ষ করেছেন রুদ্রনীল। নাম না নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেই ছিল তাঁর সেই কবিতা। রুদ্রনীলের আগের কবিতার জবাব দিতে শোনা গিয়েছিল দেবাংশুকে। এবার রুদ্রনীলের কবিতার জবাব দিলেন মদন মিত্র। কেউ ডাকলে কবিগানের আসরেও যেতে রাজি মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জানালেন মদন। মদন মিত্রর গানের সঙ্গেই তবলার শব্দও শোনা গিয়েছে। গানের মাঝে ছিল 'লাভলি'ও। গানের মধ্যে দিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। জাল না থাকলে জালিমাল কথাটাই থাকত না, বললেন মদন মিত্র। দাঙ্গাবাজ বিজেপির হাতকে শক্ত করতে চান রুদ্রনীল, বললেন মদন মিত্র। নীল গিরগিটি বলেও কটাক্ষ করতে শোনা গিয়েছে তাঁকে।  

Read more Articles on