Asianet News BanglaAsianet News Bangla

একাদশ শ্রেণির সুপর্ণার হাতে রূপ পেল বিশ্বকর্মা

  • বিশ্বকর্মাকে স্বরম্ভূ হিসেবে মনে করা হয় 
  • প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই পুজো করা হয়ে থাকে
  • ভারত ছাড়াও নেপালে এই পুজো করা হয়
  • একাদশ শ্রেণির সুপর্ণার হাতে এক অন্য রূপ পেল বিশ্বকর্মা
Sep 18, 2019, 12:54 PM IST

উৎসবের মরসুম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর ব্যস্ততার এই পর্বেই বাবার কাজ একটু কমিয়ে দিতেই রং-তুলি হাতে তুলে নিয়েছে একাদশ শ্রেণির ছাত্রী সুপর্ণা দাস। বিশ্বকর্মা পুজো। ঠিক সময়ে প্রতিমা মণ্ডপে পৌঁছনো চায়। তাই স্কুলের পরে বাবাকে সাহায্য করতে সুপর্ণাকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। আঁকতে এমনিতেই ভালোবাসে সে। আর সেই পছন্দ নিয়েই কাজের ফাঁকে কথা বলল একাদশ শ্রেণির এই পড়ুয়া।