জল থইথই সাপুরজি আবাসনের আবাসিকদের জলবন্দি জীবন

থেমে গিয়েছে বৃষ্টি (Heavy rainfall) তবে এখনও জমে রয়েছে জল। এমনই ছবি দেখা গেল নিউটাউনের (Newtown) সাপুরজি (sapoorji resident) আবাসনে। চরম সমস্যার মধ্যে দিন কাটছে সেখানকার আবাসিকদের। গত রবি ও সোমবারের বৃষ্টির জেরেই কারণেই এই ভোগান্তি। সেই সঙ্গেই জল জমার (Waterlogged) কারণে বন্ধ রয়েছে লিফটও। লিফট বন্ধ থাকায় বৃদ্ধ-বৃদ্ধাদের সমস্যায় পড়তে হচ্ছে। এই জল কতদিনে নামবে তা নিয়ে এখনও চিন্তিত আবাসিকরা।

/ Updated: Sep 24 2021, 08:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

থেমে গিয়েছে বৃষ্টি (Heavy rainfall) তবে এখনও জমে রয়েছে জল। এমনই ছবি দেখা গেল নিউটাউনের (Newtown) সাপুরজি (Sapurji resident) আবাসনে। চরম সমস্যার মধ্যে দিন কাটছে সেখানকার আবাসিকদের। গত রবি ও সোমবারের বৃষ্টির জেরেই কারণেই এই ভোগান্তি। সেই সঙ্গেই জল জমার (Waterlogged) কারণে বন্ধ রয়েছে লিফটও। লিফট বন্ধ থাকায় বৃদ্ধ-বৃদ্ধাদের সমস্যায় পড়তে হচ্ছে। এই জল কতদিনে নামবে তা নিয়ে এখনও চিন্তিত আবাসিকরা।