রণক্ষেত্র বিধানসভা, প্রতিবাদে বিক্ষোভ শুভেন্দু-র

রামপুরহাট কাণ্ড নিয়ে বিধানসভায় ধুন্ধুমার। বিধানসভায় হাতাহাতি বিজেপি-তৃণমূল বিধায়কদের। এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ শুভেন্দু অধিকারীর। এই ঘটনার অভিযোগ করবেন বলে জানান শুভেন্দু। বিজেপি বিধায়কদের মারধরের অভিযোগ আনলেন শুভেন্দু।

/ Updated: Mar 28 2022, 05:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রামপুরহাট কাণ্ডে উত্তাল বিধানসভা (Assembly)। ওয়েলে নেমে বিক্ষোভ দেখতে শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা। সেই সময় শুরু হয় হাতাহাতি। তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্য়ে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ঘটনার মুহূর্তের ভিডিও টুইট করেছেন অমিত মালব্য ঘটনায় বিজেপির মুখ্য সচেতক শ্রী মনোজ টিগ্গা সহ,মাননীয়া চন্দনা বাউরি,মাননীয় নরহরি মাহাত সহ একাধিক বিধায়ক আহত হন, আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল নেতাও। এই ঘটনারই প্রতিবাদে বিধানসভার সামনে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ হয়। এই ঘটনার অভিযোগ করবেন বলে জানান শুভেন্দু। প্রয়োজনে আদালতেও যেতে পারেন বলে জানালেন শুভেন্দু। বিজেপি বিধায়কদের মারধরের অভিযোগ আনেছেন শুভেন্দু। এমনকি চন্দনা বাউরির গায়ে পুরুষ নিরাপত্তারক্ষীর হাত দেওয়ার অভিযোগ জানিয়েছেন। এই ঘটনা ঘিরেই ফের উত্তাল বঙ্গ রাজনীতি। পাহাড় থেকেই এই ঘটনার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ডও করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে।