আকাশে সবুজ আবির, উৎসবের মেজাজে তৃণমূল কর্মী-সমর্থকরা

১২ ফেব্রুয়ারি ছিল ৪ পুরসভায় ভোট। ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু ভোট গণনা। ৪ পুরনিগমেই এগিয়ে রয়েছে তৃণমূল। উৎসবের মেজাজে তৃণমূল কর্মী-সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে আনন্দে মেতেছেন তৃণমূল সমর্থকরা।

/ Updated: Feb 14 2022, 11:27 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১২ ফেব্রুয়ারি ছিল ৪ পুরসভায় ভোট। ১৪ ফেব্রুয়ারি, সোমবার সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল, ৪ পুরনিগমেই এগিয়ে রয়েছে তৃণমূল। উৎসবের মেজাজে তৃণমূল কর্মী-সমর্থকরা। সকাল থেকেই সবুজ আবির উড়িয়ে আনন্দে মেতাতে দেখা গিয়েছে তৃণমূল সমর্থকদের। বিধাননগরে সকাল থেকেই দেখা গেল এমনই ছবি। সবুজ আবির উড়িয়ে আর বাজনা বাজিয়ে আনন্দে মাততে দেখা গিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের। বেলা বাড়তেই একাদিক জায়গায় তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে। শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল কেন্দ্রে সকাল থেকেই এগিয়ে থাকতে দেখা গিয়েছে তৃণমূলকে। তৃণমূলের জয়ের আশায় তাই সকাল থেকেই উথসবের মেজাজে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের। কোথাও নাচে মজতেও দেখা যায় তৃণমূলেক সমর্থকদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু জায়গায় তৃণমূল জয়ীও হয়। বেলা বাড়তেই বিধাননগরের অধিকাংশ জায়গায় এগিয়ে থাকতে দেখা যায় তৃণমূলকে।