সপ্তাহান্তে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস, আবহাওয়া পরিবর্তনের ফলে বৃষ্টির সম্ভাবনা
শনিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা বঙ্গে। রবিবার থেকে রাজ্যে তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি। শনিবার থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা।
গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের মধ্যে। এই গরমে অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। শনিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা বঙ্গে। রবিবার থেকে রাজ্যে তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি। শনিবার থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা। পশ্চিমের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরেও। এখন বৃষ্টির অপেক্ষায় দিন গুণছে মানুষ। কবে মিলবে স্বস্তির বৃষ্টি এখন তারই অপেক্ষা। প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি তখন হয়নি। এপ্রিলে বৃষ্টি হবে না তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর।