শীত যাওয়ার পথে কী ফের বৃষ্টির পূর্বাভাস, কী জানাচ্ছে আবহাওয়া দফতর, দেখে নিন

শীত অনেকটাই কমে গিয়েছে রাজ্যে। শীত যাওয়ার পথে ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। ১৯ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। ২০ তারিখ একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস।
 

/ Updated: Feb 17 2022, 08:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতাসহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা, বেলায় পরিষ্কার আকাশ। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। শনি রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়লেও স্বাভাবিকের নিচে পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গতকাল ছিল ১৪.৫ ডিগ্রী। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রী। দার্জিলিং কালিম্পংয়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি। বৃষ্টি বাড়বে রবিবার। উত্তরবঙ্গের বাকি জেলাতে শনিবার আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। পুবালি হাওয়ার দাপট বাড়বে। শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে পূবালী হওয়ায় ভর করে। এই জলীয় ও বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উপকূল সংলগ্ন কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা ঝাড়গ্রাম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।