নিম্নচাপের ফলে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি থাকবে ২৮ জুলাই পর্যন্ত
কমতে তাপমাত্রা
শুক্রবার গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানান হল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বৃহস্পতিবার উত্তর বঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। বিকেলের দিকে মেঘের অবস্থান আরও ঘণীভুত হওয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাস। ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে বৃহস্পতিবার বিকেল থেকেই নামবে বৃষ্টি।
শুক্রবার গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। তার জেরেই আগামী ৪৮ ঘন্টায় বাড়বে বৃষ্টির পরিমাণ। ফলে তাপমাত্রার পারদ কম থাকবে। অন্যদিকে উত্তরের পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না।