রবিবার থেকে রাজ্যে আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
রাজ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এখনও শুরু হয়নি বৈশাখ মাস। বৈশাখ মাস শুরুর আগেই হু হু করে বাড়ছে তাপমাত্রা। শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমলেও ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। এই মুহূর্তে পূর্ব ভারতে শুধু নর্থ ওয়েস্টারলি এবং ওয়েস্টারলি বাতাস প্রবেশ করছে।
রাজ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রা (temparature)। এখনও শুরু হয়নি বৈশাখ মাস। বৈশাখ মাস শুরুর আগেই হু হু করে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই গরমে (Summer) হাঁসফাঁস করছে মানুষ। তবে এটাই শুরু। আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে। শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমলেও ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। এই মুহূর্তে পূর্ব ভারতে শুধু নর্থ ওয়েস্টারলি এবং ওয়েস্টারলি বাতাস (wind) প্রবেশ করছে। এই বাতাস খুবই শুষ্ক। যার জেরে টানা পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। শুধুমাত্র উত্তরবঙ্গের সিকিমে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে লোকাল ক্লাউড রয়েছে যার জেরে শনিবার আকাশ মেঘলাই দেখা গিয়েছে। তবে রবিবার থেকে আকাশ পরিষ্কার (clear sky) হয়ে যাবে। শনিবার কলকাতার ক্ষেত্রে ১ ডিগ্রির থেকে সামান্য তাপমাত্রা কম থাকার সম্ভবনা। তবে রবিবারের পর থেকে আবার আগের মতোই তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়ারও সম্ভাবনা রয়েছে।