বঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, ফের হতে পারে বৃষ্টি

আগামী ৪ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ২০ তারিখের পর বঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রেও কুড়ি তারিখের পর তাপমাত্রা বাড়বে। ২০ তারিখে উত্তরের জেলা গুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

/ Updated: Jan 17 2022, 07:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে অর্থাৎ ২০ তারিখ পর্যন্ত। ২১ তারিখ উপকূলের কাছাকাছি জেলা দুই মেদিনীপুর দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কুড়ি তারিখ পর্যন্ত রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই তবে কুড়ি তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে অর্থাৎ ঠান্ডা একটু কমবে। কলকাতা ক্ষেত্রেও রাতের তাপমাত্রা কুড়ি তারিখের পর থেকে বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৪৮ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে ১৯ তারিখে দার্জিলিং, কালিম্পং এর হালকা বৃষ্টি হবে। কুড়ি তারিখে উত্তরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জায়গাগুলোয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ২১ তারিখে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা তিন দিনে কোনো পরিবর্তন না হলেও তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই বঙ্গেই সকালের দিকে কুয়াশা থাকবে।