রাজ্যের সাংবিধানিক প্রধানের জন্য প্রবেশদ্বার বন্ধ বিধানসভায়, অন্য গেট দিয়ে ঢুকতে হল ধনকড়কে

ফের নজিরবিহীন ঘটনা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিধানসভায় পরিদর্শন নিয় বেনজির নাটক রাজ্যে। রাজ্যপালের জন্য নির্দিষ্ট তিন নম্বর গেট বন্ধ থাকায় অন্য গেট দিয়েই বৃহস্পতিবার বিধানসভা আসতে হল জগদীপ খনকড়কে। গোটা ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল। গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অধিবেশন স্থগিত মানে বিধানসভা বন্ধ নয়। স্পিকার নিজে বলেছিলেন আমাকে স্বগত জানাবেন। সেটা জানতে পেরেই আমি চিঠি দিয়ে সম্মতি জানিয়েছিলেমা। আর স্পিকার অনুপস্থিত থাকলেন, কী এমন ঘটল? অপমানিত বোধ করছি। গণতন্ত্র এভাবে চলতে পারে না।" 

/ Updated: Dec 05 2019, 06:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের নজিরবিহীন ঘটনা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিধানসভায় পরিদর্শন নিয় বেনজির নাটক রাজ্যে। রাজ্যপালের জন্য নির্দিষ্ট তিন নম্বর গেট বন্ধ থাকায় অন্য গেট দিয়েই বৃহস্পতিবার বিধানসভা আসতে হল জগদীপ খনকড়কে। গোটা ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল। গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অধিবেশন স্থগিত মানে বিধানসভা বন্ধ নয়। স্পিকার নিজে বলেছিলেন আমাকে স্বগত জানাবেন। সেটা জানতে পেরেই আমি চিঠি দিয়ে সম্মতি জানিয়েছিলেমা। আর স্পিকার অনুপস্থিত থাকলেন, কী এমন ঘটল? অপমানিত বোধ করছি। গণতন্ত্র এভাবে চলতে পারে না।" 

রাজভবন বিলে ছাড়পত্র না দেওয়ায় বেনজিরভাবে বিধানসভায় অধিবেশন দু-দিন বন্ধ রয়েছে। এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার বিধানসভা পরিদর্শনে যান রাজ্যপাল। বিধানসভার মূল ভবন, নির্মীয়মান ভবন ও লাইব্রেরি ঘুরে দেখবেন তিনি। ,সেই মতোই বৃহস্পতিবার সকালে বিধানসভার গেটে উপস্থিত হন খনকড়। তবে তিনি যে গেট দিয়ে বিধানসভা ঢোকেন তা এদিন বন্ধ ছিল। বন্ধ গেটের সামনে দাঁড়িয়েই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।