ধর্মতলায় আসার পথেই প্রসব বেদনা, বাসেই জন্ম নিল একুশী, দেখুন ভিডিও

  • পূর্ব বর্ধমান থেকে তৃণমূলের সভায় আসছিলেন এক অন্তসত্ত্বা মহিলা
  • ডানলপ মোড়ের কাছে প্রসব বেদনা
  • বাসের মধ্যেই জন্ম দেন কন্যাসন্তানের
  • কন্যাসন্তানের নাম দেওয়া হল একুশী

Share this Video

পরিবারের সদস্যরা নিষেধ করেছিলেন। কিন্তু অন্তসত্ত্বা অবস্থাতেও একুশে জুলাইয়ের সমাবেশে আসতে মরিয়া ছিলেন মহিলা তৃণমূল কর্মী। শেষ পর্যন্ত অবশ্য ধর্মতলার সমাবেশ স্থলে পৌঁছনোর আগেই মাঝপথে উঠল প্রসব যন্ত্রণা। রাস্তাতেই জন্ম নিল কন্যাসন্তান। আপাতত ওই গৃহবধূ সুস্থই আছেন। তবে শিশুটির ওজন কিছুটা কম হওয়ায় তাকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সদ্যোজাতর দু'টি নাম রাখার কথা ভাবছেন তাঁর বাবা মা। একুশী এবং মমতা। 

বর্ধমান শহরের নীলপুর থেকে একটি বাসে করে রবিবার সকাল আটটা নাগাদ রওনা দেন স্থানীয় তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী, সমর্থকরা। সেই দলেই ছিলেন সাত মাসের অন্তসত্ত্বা মেঘা সরকার এবং তাঁর স্বামী অধীর সরকার। বাসটি যখন ডানলপ মোড়ের কাছাকাছি এসে পৌঁছয়, তখন প্রসব বেদনা ওঠে রেখাদেবীর। এর কিছুক্ষণের মধ্যেই বাসে থাকা অন্যান্য মহিলা কর্মীদের সাহায্যে বাসের মধ্যে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। ততক্ষণাৎ পুলিশের সাহায্যে ওই মহিলা তৃণমূল কর্মী এবং সদ্যোজাতকে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দ্রুত তাঁদের চিকিৎসা শুরু হয়। 

Related Video