Asianet News BanglaAsianet News Bangla

এই ৫টি দুর্দান্ত খাদ্যের পদ ছাড়া ইদ আল আধা থেকে যাবে অসম্পূর্ণ

Aug 12, 2019, 11:55 PM IST

সারা বিশ্বের মতো ভারতেও প্রতিটি রাজ্যে পালিত হচ্ছে ইদ আল আধা। মুসলিম সম্প্রদায়ের এই পরবের পিছনে রয়েছে কুরবানি অর্থাৎ আত্মত্যাগের মহান দর্শন। তবে, এই দিন বাড়িতে বাড়িতে সুস্বাদু খাদ্যের পদও তৈরি হয়। এখানে এমন পাঁচটি পদের সন্ধান দেওয়া হল, যেগুলি ছাড়া ইদ আল আধা অসম্পূর্ণ থেকে যায়।

Video Top Stories